চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল উন্মুক্ত করেছে ক্রেডিট কার্ড সাইজের ‘কম্পিউটার কার্ড’। এতে রয়েছে ৪ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, বিল্ট-ইন এসি ৮২৬৫ ওয়্যারলেস নেটওয়ার্কিং এবং ব্লুটুথ ৪.২ সংযোগ। প্রসেসর, মেমোরি, স্টোরেজ এবং সংযোগ ভেদে চারটি সংস্করণে রয়েছে এই পকেট সাইজের কম্পিউটার।
তাইপে'তে বার্ষিক কম্পিউটার-কেন্দ্রিক ট্র্যাডশো ‘কম্পিউটেক্স-২০১৭’-তে ইনটেল জানিয়েছে, এই কম্পিউটার কার্ডের ডিজাইন কিট পাওয়া যাবে এলজি ডিসপ্লে, শার্প, দেল এবং লেনোভোর। তারা এই কম্পিউটার কার্ডের এক্সসেসরিস তৈরির জন্য ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই কম্পিউটার কার্ড কাজ করবে অনেকটা টিভি কিংবা আপনার রেফ্রিজারেটরকে কম্পিউটিং ক্ষমতা দেওয়ার মতো করে।
চলতি বছরের আগস্ট থেকে এই ডিভাইস বাজারজাত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৭/ওয়াসিফ