সাধারণত দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি'র লেজার প্রজেক্টরগুলো খুব একটা সস্তা নয়। আর পোর্টেবল হলে দাম আরো বেশি হয়। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রোবীম লেজার প্রজেক্টর বেশ উল্লেখযোগ্য বলা যায়।
জানা গেছে, ৪.৬ ইঞ্চি পাউন্ড ওজনের এই প্রোবীম আকারে প্রায় একটা ফুটবলের সাইজের মতো। এই প্রজেক্টর দিয়ে ২ হাজার লুমেন ব্রাইটনেস এবং ১০৮০ পিক্সেলের ১২০ ইঞ্চি ইমেজ উৎপাদন করতে সক্ষম। এছাড়া এই প্রজেক্টরে এইচডিএমআই, অডিও আউট এবং ইউএসবি পোর্ট যুক্ত করা হয়েছে। পাশাপাশি, পোর্টেবল স্পিকার অথবা হেডফোনের সাথে সংযোগ দেওয়ার জন্য আছে ব্লুটুথ।
প্রজেক্টরটির দাম ধরা হয়েছে, ১ হাজার ৫০০ ডলার।
সূত্র: দ্য ভার্জ
বিডি-প্রতিদিন/১ জুন, ২০১৭/ওয়াসিফ