ফেসবুকের একসময়ের জনপ্রিয় ফিচার ছিল ‘পোক’। তবে ধীরে ধীরে এই ফিচারটির জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে। তাই এর বিকল্প হিসেবে নতুন ফিচার ‘হ্যালো’ আনতে যাচ্ছে ফেসবুক।
এ ব্যাপারে ফেসবুকের একজন প্রতিনিধি জানান, বিশ্বব্যাপী ‘হ্যালো’ শব্দটি সার্বজনিন। আর তাই আমরা এই ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছি।
জানা গেছে, পরীক্ষামূলকভাবে যুক্তরাজ্যের কিছু ব্যবহারকারীকে এই সুবিধা দেওয়া হয়েছে। হ্যালো ফিচারে ব্যবহারকারীরা অন্যের প্রোফাইলে গিয়ে উপরের দিকেই এই ফিচারটি পাবেন। সেখানে ক্লিক করলে ওই ব্যক্তিকে নোটিফিকেশন দেখাবে। সেও চাইলে এক ক্লিকে হ্যালো এর রিপ্লাই দিতে পারবে।
সূত্র: ম্যাশেবল
বিডি-প্রতিদিন/৫ জুন, ২০১৭/ওয়াসিফ