ইকোতে ভয়েস কলিং ফিচার যুক্ত করার সময় প্রাইভেসির কোনো অপশন নিয়ে না আসায় ব্যহবহারকারীদের সমালোচনার মুখে পড়ে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আর সেই সমস্যা সমাধানেই সম্প্রতি আইওএস এর জন্য অ্যালেক্সা অ্যাপকে হালনাগাদ করা হয়েছে।
জানা গেছে, নতুন এই হালনাগাদে অ্যামাজন ইকোতে আসা কল এবং মেসেজ ব্লক করার ফিচার যুক্ত করা হয়েছে। কন্টাক্ট তালিকা থেকে যে নাম্বার ব্লক করতে চান, তা নির্বাচন করে ‘ব্লক কনটেন্ট’ ট্যাপ করতে হবে। তবে আলেক্সার অ্যান্ড্রয়েড সংস্করণে এই হালনাগাদ এখনো না আসলেও খুব শিগগিরই এই সুবিধা যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনবিসি, দ্য ভার্জ
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৭/ওয়াসিফ