পবিত্র রমজান মাসে সোমালি নারী শরণার্থীদের সঙ্গে ইফতার করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ইফতার শেষে মার্ক জাকারবার্গ শরণার্থীদের জানান, তিনি বিশ্বজুড়ে উদ্বাস্তুদের সাহায্যার্থে বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন। যেখানে চলতি বছর প্রায় ৫০টি রাজ্যে তিনি উদ্বাস্তুদের সাহায্যার্থে বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণ করবেন।
ইফতারের সোমালি নারীদের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন জাকারবার্গ। যা এরইমধ্যে প্রায় তিন লক্ষ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়ে গেছে।
ছবির পোস্টে জাকারবার্গ লিখেন, 'সোমালি শরণার্থীদের সঙ্গে প্রথম ইফতার করতে পেরে আমি খুবই খুশি।
তিনি আরও জানান, সোমালি শরণার্থীরা যে ভাবে প্রতিনিয়ত লড়াই করে তাদের জীবন অতিবাহিত করে, তাতে তিনি খুবই অনুপ্রাণিত হন।
তবে ২০১৩ থেকেই উদ্বাস্তুদের নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। এবং এর পাশাপাশি শরণার্থীদের নিয়ে বিশেষ প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করতে চলেছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ ই জাহান