অপেক্ষার অবসান, অবশেষে আনুষ্ঠানিক ভাবে অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন লঞ্চ করতে যাচ্ছে গুগল। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে যখন চাঁদের নীচে ঢাকা পড়বে সূর্য, সেদিনই নতুন অপারেটিং সিস্টেম 'অ্যান্ড্রয়েড ও' লঞ্চ করতে যাচ্ছে গুগল। শনিবার এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে।
গত ৮ বছরে মোবাইল ফোনের সংজ্ঞাই বদলে দিয়েছে অ্যান্ডরয়েড। একের পর এক আপডেটে মানুষের পকেটে পৌঁছে দিয়েছে অসম্ভব সব ফিচার। যার জেরে একদিকে যেমন যোগাযোগ বিপ্লব ঘটেছে, তেমনি বেড়েছে মানুষের সক্ষমতা। তাই অ্যান্ড্রয়েডের অফিশিয়াল আপডেট নিয়ে কৌতুহল চাপতে পারে না সাধারণ মানুষও। আর এবার নতুন ভার্সন লঞ্চের জন্য গুগল বেছেছে মার্কিন মুলুকে সূর্যগ্রহণের দিনটিকে।
২১ অগাস্ট শতাব্দীর সেরা সূর্যগ্রহণ দেখতে ফুটছে ক্যালিফোর্নিয়া থেকে কেনটার্কি। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে পূর্ব উপকূলে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এর আগে ১৯১৮ সালে দেখা গিয়েছিল এমন গ্রহণ। সোমবার চাঁদের নীচে ঢাকা পড়বে সূর্য। অন্ধকারের মধ্যে দেখা যাবে শুধু সূর্যের ছটা বা করোনা। যার আকার ইংরাজির 'O' অক্ষরের মতো। তাই সূর্যগ্রহণের দিনই নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
তবে অ্যান্ড্রয়েড ও-র নাম এখনো খোলসা করেনি সংস্থা। সেখানে এখনো জট পাকিয়ে রয়েছে রহস্য। সাধারণত কোনও 'ডেজ়ার্ট' বা শেষ পাতের মিষ্টির নামে অ্যান্ড্রয়েডের নাম রাখে গুগল। অধিকাংশের মতে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের নাম হতে চলেছে অ্যান্ড্রয়েড ওরিও। তবে তা মানতে নারাজ অনেকেই। অ্যান্ডরয়েড ও-র লঞ্চ ইভেন্টে গুগল পরবর্তী পিক্সেল ফোনের ঝলক দেখাতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৭/হিমেল