যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে রবিবার ইউটিউব, স্ন্যাপচ্যাট, জিমেইল, নেস্ট, ডিসকোর্ড এবং বেশ কিছু ওয়েব সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন গ্রাহকরা।
কয়েক ঘণ্টা পর নেটওয়ার্ক সম্পর্কিত এ সমস্যা ঠিক করা হয়। ব্যবহারকারীরা অভিযোগ করেন তারা ইউটিউব, স্ন্যাপচ্যাট, জিমেইল ব্যবহার করতে পারছেন না বা এটি ধীরগতিতে কাজ করছে। গুগলের ক্লাউড সার্ভিসেই মূল সমস্যা ধরা পড়েছিল।
রবিবার যুক্তরাষ্ট্রে অনেকেই ইউটিউব ব্যবহার করতে পারেননি যেটি গুগল ক্লাউডের মাধ্যমে পরিচালিত হয়। ইউটিউব ও স্ন্যাপচ্যাট একই সময়ে কাজ না করায় বিরুক্তি প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। তারা এ বিষয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউটিউব, স্ন্যাপচ্যাট, জিমেইল ব্যবহারে সমস্যা হলেও টুইটারে এখন পর্যন্ত কোনো সমস্যা ধরা পড়েনি।
সূত্র: দ্য ভার্জ
বিডি প্রতিদিন/ফারজানা