‘আপডেটস ফর স্যামসাং’ নামের ভুয়া স্যামসাং অ্যাপ ডাউনলোড করে প্রতারিত হয়েছেন ১ কোটি মানুষ। ফার্মওয়্যার আপডেটের আশ্বাস দিয়ে অ্যাপটি ব্যবহারকারীদের একটি বিজ্ঞাপনে পরিপূর্ণ ওয়েবসাইটে রি-ডিরেক্ট করেছে। কিন্তু এ অ্যাপের সঙ্গে স্যামসাংয়ের কোনো সম্পৃক্ততা নেই।
সিএসআইএস গ্রুপের ম্যালওয়্যার বিশ্লেষক অ্যালেক্সিস কুপরিনস বলেন, আমি ইতিমধ্যে গুগল প্লে স্টোরের সঙ্গে যোগাযোগ করে অ্যাপটি সরিয়ে ফেলতে অনুরোধ করেছি।
স্যামসাংয়ের ফার্মওয়্যার এবং ওএস আপডেট বেশ জটিল। অনেক ব্যবহারকারী নিয়মিত সেটি করতে চান না। ভুয়া অ্যাপটি সেই সুযোগ নিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা