১০ জুলাই, ২০১৯ ১৩:০৫

হোয়াটসঅ্যাপ ব্যবহারে ভারতীয় সেনাবাহিনীর সতর্কতা

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপ ব্যবহারে ভারতীয় সেনাবাহিনীর সতর্কতা

হোয়াটসঅ্যাপ ব্যবহারে সেনা সদস্য ও তাদের পরিবারকে সতর্ক করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের গোয়েন্দা সংস্থারা, ভারতীয় সেনা কর্মকর্তাদের প্রোফাইল পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারে অতিরিক্ত সাবধান হওয়ার আহ্বান জানানো হয়েছে। তার খবর জি নিউজের।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, শত্রু গোয়েন্দারা হোয়াটসঅ্যাপ গ্রুপ পর্যবেক্ষণ করছে এবং আমাদের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের প্রোফাইল করার চেষ্টা করছে। এমনকি তারা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশও করেছে এবং নিরবে সেনাবাহিনীর কর্মকর্তাদের কথোপকথন পর্যবেক্ষণ করেছে। 

এর আগে নারীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করে ভারতীয় সামরিকবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগও উঠেছিল। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর