৩ জুন, ২০২০ ১৪:২৬

ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ফেসবুকে প্রকাশ না করায় সমালোচিত জাকারবার্গ!

অনলাইন ডেস্ক

ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ফেসবুকে প্রকাশ না করায় সমালোচিত জাকারবার্গ!

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভ নিয়ে ফেসবুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য প্রকাশ করতে দেননি মার্ক জাকারবার্গ। এ নিয়ে তীব্র সমালোনার মুখে রয়েছেন জাকারবার্গ।

এমন সিদ্ধান্ত ‘ভয়ঙ্কর দৃষ্টান্ত’ উপস্থাপন করলো বলে বিবৃতি দিয়েছে মানবাধিকারকর্মীরা। এমনকি, নিজ প্রতিষ্ঠানের কর্মীদের তোপের মুখেও পড়েছেন জাকারবার্গ। প্রতিবাদ জানিয়ে ভার্চুয়াল ওয়ার্কআউট করেছেন ফেসবুক কর্মীদের একাংশ। তাদের দাবি, ফেসবুকের কনটেন্ট নীতিমালা সবার জন্য সমান হওয়া উচিত। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে লুটপাট শুরু হলে, গুলি চলবে এমন হুঁশিয়ারি দেয়া হয় ট্রাম্পের পোস্টে। প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারেও একই পোস্ট করেন ট্রাম্প। তবে, সেখানে সতর্কীকরণ লেবেল যুক্ত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন পদক্ষেপে প্রশংসা কুড়িয়েছে টুইটার।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর