১১ নভেম্বর, ২০২২ ১৭:৪২

দেউলিয়া হতে পারে টুইটার, মাস্কের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

দেউলিয়া হতে পারে টুইটার, মাস্কের হুঁশিয়ারি

দেউলিয়া হয়ে যেতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এমন হুঁশিয়ারিই দিয়েছেন সদ্য প্রতিষ্ঠানটি কিনে নেওয়া মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

টুইটারের কর্মীদের সাথে এক আলাপে ইলন মাস্ক বলেছেন, টুইটারের দেউলিয়া হওয়ার শঙ্কা এখনও শেষ হয়ে যায়নি। টুইটারের নতুন মালিকের দাবি, প্রতিষ্ঠানটির অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো নয়।

৪৪ বিলিয়ন ডলারের টুইটার কিনে নানা সংস্কারে উদ্যোগ নিয়েছেন মাস্ক। তিনি জানিয়েছেন টুইটারে নীল টিক পেতে মানে ভেরিফায়েড হতে গেলে মাসে গুনতে হবে ৮ ডলার।

এছাড়াও মাস্কের আদেশে এরই মধ্যে আকস্মিকভাবে চাকরি হারিয়েছেন টুইটারের অর্ধেক কর্মী। অনেকগুলো কার্যালয়ও বন্ধ করে দেওয়া হয়েছে।


সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর