মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে গোপনীয় মেসেজগুলো সুরক্ষিত রাখতে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ নামক একটি ফিচার রয়েছে। যেটির মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর ২৪ ঘণ্টা, সাত দিন বা ৯০ দিন পর আপনাআপনি মেসেজগুলো মুছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
আপনি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ দেওয়ার আগে নির্ধারণ করতে পারবেন, মেসেজগুলো তার ইনবক্সে সংরক্ষিত থাকবে নাকি নির্দিষ্ট সময় পর নিজ থেকেই মুছে যাবে।
তবে আগে এগুলো সংরক্ষণ করা না গেলেও এখন সেই সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এখন চাইলেই ব্যবহারকারী ডিজঅ্যাপিয়ারিং মেসেজ সেভ করে রাখতে পারবেন।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এ ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজে’ কিছু সময়ের জন্য সেভ করে রাখতে পারবেন। তবে যেমন ‘কিপট’ করে রাখা যাবে তেমনই ব্যবহারকারীরা চাইলেই ‘আন-কিপট’ করে রাখা যাবে। এর ফলে মেসেজ আগের মতোই সেভ হবে না আপনার ডিভাইসে।
এর ফলে চ্যাটের মধ্যে ‘কিপট’ মেসেজ এবং রেগুলার ডিজঅ্যাপিয়ারিং মেসেজের মধ্যে ব্যবহারকারীরা পার্থক্য বুঝতে পারবেন। এ ছাড়া আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভ ছাড়াই আপনি কোনো চ্যাটের ব্যাকআপ রাখতে পারবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        