এক্সের সিইও ইলন মাস্ক সম্প্রতি হ্যাশট্যাগ ব্যবহারের সমালোচনা করে বলেছেন, এগুলো এখন আর প্রয়োজনীয় নয় এবং দেখতে কুৎসিত লাগে। একটি পোস্টে এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘গ্রক’-এর মতামত উল্লেখ করে বলা হয়েছিল, হ্যাশট্যাগ ‘জলে পর্দা লাগানোর মতো অর্থহীন’ এবং ‘নির্দেশহীন টিকিট’।
গ্রকের মতে, একটি পোস্টে হ্যাশট্যাগের ছড়াছড়ি এমন এক অসহায় চিৎকারের মতো, যা ইন্টারনেটের বিশাল ভিড়ে হারিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় ইলন মাস্ক লিখেছেন, ‘দয়া করে হ্যাশট্যাগ ব্যবহার বন্ধ করুন। আমাদের সিস্টেম এগুলো আর প্রয়োজন মনে করে না এবং দেখতে কুৎসিত লাগে।’
মাস্কের মন্তব্যে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ব্যবহারকারী তার বক্তব্যকে সমর্থন করলেও অন্যরা হ্যাশট্যাগের কার্যকারিতা নিয়ে সাফাই গেয়েছেন।
একজন মন্তব্য করেছেন, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করি। প্রথমেই ব্র্যান্ডগুলোকে বুঝিয়ে দিই যে হ্যাশট্যাগ ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো দেখতে স্প্যামি মনে হয়।
অন্যদিকে একজন লিখেছেন, হ্যাশট্যাগের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ের পোস্টগুলো খুঁজে পাওয়া সহজ। এটি ক্লিক করার মাধ্যমে একই হ্যাশট্যাগ ব্যবহার করা অন্যান্য পোস্ট দেখা যায়। এ বিষয়ে এখনো কোনো বিকল্প দেখি না।
এক ব্যবহারকারী বলেন, ইলন মাস্ক হয়তো তার কোটি কোটি অনুসারীর কারণে হ্যাশট্যাগকে গুরুত্ব না দিতে পারেন, কিন্তু ছোট অ্যাকাউন্টের জন্য এগুলো এখনো কৌশলগতভাবে কার্যকর।
আরেকজন উল্লেখ করেন, অ্যালগরিদম যদি হ্যাশট্যাগের প্রয়োজনীয়তা না রাখে, তবে এটি প্রমাণ করে যে এটি আমাদের দেখার কন্টেন্টকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করে। আমরা যে অ্যাকাউন্টগুলো অনুসরণ করি, সেগুলোর পোস্টই আগে দেখা উচিত, কেবল অ্যাপ যেটা চায় সেটা নয়।
ব্যবহারকারীরা বলছেন, হ্যাশট্যাগ এখনো পোস্টের সাথে সম্পর্কিত কন্টেন্ট খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায়। যদিও ইলন মাস্ক এগুলোকে অপ্রয়োজনীয় বলেছেন, তবে হ্যাশট্যাগের ব্যবহার নিয়ে বিতর্ক চলতেই থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল