যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন শিল্পকে দেশে ফিরিয়ে আনার পক্ষে কড়া অবস্থান নিলেন। তিনি বলেন, যদি অ্যাপলের আইফোন আমদানি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করা হয়, তবে কোম্পানিটিকে ২৫ শতাংশ শুল্ক গুনতে হবে।
গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প জানান, অনেক আগেই আমি অ্যাপলের সিইও টিম কুককে জানিয়ে দিয়েছি, আমি চাই যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য অ্যাপলের আইফোনগুলো এখানেই তৈরি হোক—ভারত কিংবা অন্য কোথাও নয়। যদি সেটা না হয়, তবে অন্তত ২৫ শতাংশ শুল্ক অ্যাপলকে দিতে হবে।
ট্রাম্পের এই ঘোষণার পরই বাজারে এর প্রভাব পড়ে। প্রাক-বাজার লেনদেনে (premarket trading) অ্যাপলের শেয়ারের দাম প্রায় ২.৫ শতাংশ কমে যায়। ফলে যুক্তরাষ্ট্রের প্রধান স্টক সূচকগুলোও নিম্নমুখী হয়।
তবে ট্রাম্প এই ধরনের শুল্ক আরোপের আইনি ক্ষমতা রাখেন কি না, তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে অ্যাপলও এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।
এর আগে, চীনের উপর ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির কারণে অ্যাপল ভারতকে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করে। এমনকি প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের জুন ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রে বিক্রিত বেশিরভাগ আইফোনই ভারতের তৈরি হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল