শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

স্পেসএক্স-অ্যামাজনের নতুন প্রতিদ্বন্দ্বী ‘ওয়ানওয়েব’

টেক ডেস্ক

স্পেসএক্স-অ্যামাজনের নতুন প্রতিদ্বন্দ্বী ‘ওয়ানওয়েব’

ইন্টারনেট সেবায় স্পেসএক্সের ‘স্টারলিংক’ এবং অ্যামাজনের ‘কুইপার’  বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। এবার প্রযুক্তি জায়ান্ট দুটির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করছে ইউরোপের দুই স্যাটেলাইট কোম্পানি ‘ওয়ানওয়েব’ এবং ‘ইউটেলস্যাট’।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ৩৪০ কোটি ডলারের নতুন চুক্তির ফলে ইউটেলস্যাটের অধীনে আলাদা ব্র্যান্ড হিসেবে ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাবে ওয়ানওয়েব। পৃথিবীর চারপাশে ৩৬টি স্যাটেলাইট আছে ফ্রান্সভিত্তিক ইউটেলস্যাটের; টেলিভিশন ও ইন্টারনেট সংযোগ সেবা দেয় কোম্পানিটি। অন্যদিকে, ২০১৯ সালে নিজেদের প্রথম ‘ইন্টারনেট-ব্রডকাস্টিং স্যাটেলাইট’ মহাকাশে পাঠিয়েছিল ওয়ানওয়েব। মহাকাশে ৬৪৮টি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে কোম্পানিটি; এর মধ্যে মহাকাশে পৌঁছেছে ৪২৮টি। তবে, এখন একাধিক দেশের সরকারি এবং মোবাইল সংযোগ সেবাদাতা এটিঅ্যান্ডটির মতো কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। এ বছরের জুন মাসের মধ্যে বিশ্বব্যাপী নিজস্ব ইন্টারনেট সেবা চালু করার পরিকল্পনা করেছিল ওয়ানওয়েব। তবে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে পিছিয়ে গেছে স্যাটেলাইট পাঠানোর দিনক্ষণ। ভার্জ জানিয়েছে, চুক্তির ফলে ইউটেলস্যাটের ৫০ শতাংশ শেয়ারের মালিক হবেন ওয়ানওয়েবের শেয়ার মালিকরা। ২০২৩ সালের প্রথম অংশেই সম্পন্ন হতে পারে চুক্তির সব কাজ।

সর্বশেষ খবর