শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নিরাপত্তায় ‘স্মার্ট হেলমেট’

টেক ডেস্ক

নিরাপত্তায় ‘স্মার্ট হেলমেট’

বাইকারদের নিরাপত্তায় হেলমেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আইটি-সি নামে প্রযুক্তি নির্মাতা কোম্পানি তৈরি করছে স্মার্ট হেলমেট। এর বিশেষত্ব হচ্ছে, এটি চালকের স্মার্টফোন ও মোটরবাইকের সঙ্গে সংযুক্ত থাকবে। দুর্ঘটনায় চালকের মাথার নিরাপত্তার পাশাপাশি ব্লু-টুথ স্পিকার ও মাইক্রোফোনের মাধ্যমে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে পথনির্দেশিকা দেবে। এটি এক মাইলের মধ্যে অবস্থানকৃত একই হেলমেট ব্যবহারকারী অন্য বাইকারের সঙ্গে যোগাযোগেরও সুযোগ দেবে। চুরির শঙ্কা থাকলে এটি রাইডারের ফোনে অ্যালার্ম ও নোটিফিকেশন দেবে। দুর্ঘটনায় পড়লে হেলমেটটি রাইডারের প্রিয়জনের কাছে বার্তাও পাঠাতে সক্ষম। এর মূল ফিচারে রয়েছে ফটোক্রোমিক ভিসার, ভেন্টিলেশন সিস্টেম, ব্লু-টুথ ৫.০ কানেক্টিভিটি, সেফটি বিকন, ইমার্জেন্সি কল ফিচার, ভয়েস কমান্ড এবং একটি সহচর স্মার্টফোন অ্যাপ্লিকেশন।         

সর্বশেষ খবর