সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চীনের রোবট সিইও ‘ট্যাং ইউ’

চীনের রোবট সিইও ‘ট্যাং ইউ’

চীনের মোবাইল গেম প্রস্তুতকারী কোম্পানি নেটড্রাগন ওয়েবসফট সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) একটি ভার্চুয়াল ‘মানুষ’কে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। হিউম্যানয়েড ওই রোবটটির নাম ‘ট্যাং ইউ’। নিয়োগের পর মিস ট্যাং ইউ ওয়েবসফটে কাজ শুরু করেছে। কোম্পানির বিবৃতিতে জানা গেছে, কোম্পানির দৈনন্দিন কর্মকান্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে ট্যাং ইউ। এ ছাড়া কোম্পানির বোর্ডের জন্য রিয়াল-টাইম ডেটা সেন্টার ও অ্যানালিটিক্স টুল হিসেবেও কাজ করবে এ রোবট।

স : ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং

সর্বশেষ খবর