সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবি বন্ধ করবে স্যামসাং

টেকনোলজি ডেস্ক

ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবি বন্ধ করবে স্যামসাং

গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন অ্যালেক্সা ও অ্যাপলের সিরির মতো বিক্সবি চালু করেছিল স্যামসাং। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সার্ভিস হিসেবে এর গতি খুবই কম, প্রাপ্ত তথ্যও ভুল এবং গ্যালাক্সি মডেল ব্যবহারকারীদের জন্য খুব উপকারী নয়। এর পরিপ্রেক্ষিতে বিক্সবি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এসথ্রিতে এস ভয়েসের মাধ্যমে স্যামসাংয়ের ভয়েস অ্যাসিস্ট্যান্ট পরিষেবার যাত্রা। এরপর ২০১৭ সালে গ্যালাক্সি এস৮ বাজারজাতের সময় বিক্সবি ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করে প্রতিষ্ঠানটি। অতীতে সেলফোনের হার্ডওয়্যারে বিক্সবির জন্য বিশেষ ওয়েকআপ বাটন ছিল। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫ আপডেটে স্যামসাং রেজিস্টার নামের গুড লক মডিউল নিয়ে আসে।  এর মাধ্যমে ব্যবহারকারীরা পাওয়ার বাটনের কার্যক্রম নিজের মতো সাজিয়ে নিতে পারবে। বাটন চাপার মাধ্যমে অ্যাপ চালু করা যাবে অথবা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারসহ অন্যান্য কাজ করা যাবে।    

সর্বশেষ খবর