শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইউটিউবেও দেখা যাবে গুগল মিটিং

টেকনোলজি ডেস্ক

এ সার্ভিসটি চালু করতে হলে প্রথমেই আপনার একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকতে হবে। এরপর ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। যার মাধ্যমে গুগল মিট ও ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস রয়েছে। একই সঙ্গে ইউটিউবে লাইভ শেয়ারিং সেশন অ্যাক্টিভ করার জন্য প্রিমিয়াম মেম্বারশিপ থাকতে হবে।

>> এরপর গুগল মিটের মিটিং শুরু হওয়ার পর স্ক্রিনের কল কন্ট্রোল অপশনে ক্লিক করতে হবে।

>> সেখান থেকে থ্রি ডট মেন্যুতে ক্লিক করে অ্যাক্টিভিটিস মেন্যুতে যেতে হবে।

>> অ্যাক্টিভিটিস মেন্যু থেকে ইউটিউব বাটনে ক্লিক করতে হবে।

>> এরপর যে ভিডিওটি ইউটিউবে লাইভ করতে চান, সেটি সিলেক্ট করতে হবে।

>> তারপর কো-ওয়াচ বাটনে ক্লিক করতে হবে। পরে পপ-আপ ম্যানু থেকে ‘স্টার্ট এ লাইভ শেয়ারিং সেশনে’ ক্লিক করলেই গুগল মিটের মিটিংয়ের ভিডিও ইউটিউবেও লাইভ হওয়া শুরু করবে।

সর্বশেষ খবর