প্রয়োজনে নিজের মোবাইল, ডেস্কটপ ছাড়াও ক্যাফে, অফিস কিংবা বন্ধুর বাসায় ফেসবুক ব্যবহার করতে হয়। কিন্তু তাড়াহুড়োয় ফেসবুকে লগ আউট করতে ভুলে গেলে এবার সেই মেশিন থেকে যে যখন ফেসবুকে বসবেন আপনার প্রোফাইলের সব দেখে ফেলবেন এ রকম পরিস্থিতিতে পড়লে যা করবেন-
♦ যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে ফের লগ-ইন করুন।
♦ এবার মেইন মেন্যুতে যান।
♦ সেখানে সেটিংস অপশনে ক্লিক করুন।
♦ সিকিউরিটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
♦ আপনি অনেক অপশন দেখতে পাবেন। WHERE YOURE LOGGED IN অপশনটিতে ক্লিক করুন।
♦ এবার সেখানে ঊফরঃ বাটনে ক্লিক করুন।
♦ এর আগে কোথা থেকে আপনি লগ-ইন করেছিলেন সেটা দেখতে পাবেন।
♦ এবার সেই অপশনে গিয়ে লগ-আউট বাটন প্রেস করুন।
♦ এর আগে আপনি ভুলবশত যেখান থেকে লগ-আউট করেননি, সব জায়গা থেকেই লগ-আউট হয়ে যাবেন।