শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ফেসবুকে স্টোরি পোস্ট

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ফেসবুকে স্টোরি পোস্ট

এখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার সময় সরাসরি ফেসবুকে স্টোরি পোস্ট করতে পারবেন। একদিকে যেমন সময় বাঁচবে তেমনি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করতে পারবেন ফেসবুকের স্টোরিতে। ইনস্টাগ্রামে এমন ফিচার অনেক দিন থেকেই রয়েছে। যে কোনো স্টোরি পোস্ট করার সময় বা পরেও সেটি ফেসবুকের স্টোরিতে শেয়ার করা যায়। এবার সেই সুবিধা এলো মেটার মালিকানাধীন আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপে। এই ফিচার কার্যকর হলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করার সময় ‘অলওয়েজ শেয়ার স্ট্যাটাস অন ফেসবুক’ অপশন দেখা যাবে। এটি চালু করা হলে, যখনই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবেন ব্যবহারকারী, সেই স্ট্যাটাসটি ফেসবুকে স্টোরি হিসেবে শেয়ার করা হবে। যারা তাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের পোস্ট আলাদা রাখতে পছন্দ করেন, তাদের জন্য ডিফল্ট নির্বাচন না করার সুবিধাও থাকবে।

সর্বশেষ খবর