সফল ইউটিউবারের মাপকাঠি সাবস্ক্রাইবার সংখ্যা। যার চ্যানেলের সদস্য সংখ্যা যত বেশি, সেই চ্যানেল তত জনপ্রিয়। এ ছাড়া চ্যানলের সদস্যসংখ্যা বেশি হলে ইউটিউব সংস্থাও সংশ্লিষ্ট চ্যানেলটিকে বেশি টাকা দেয়। তাই ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার কতটা জরুরি তা তো বুঝতেই পারছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সাবস্ক্রাইবার বাড়ানোর কয়েকটি উপায়-
১. কন্টেটে মনোযোগ দিন : ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম উপায় হলো ভিডিওর ‘কন্টেন্ট’। ভিডিওর বিষয়টি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় কিন্তু রুচিসম্মত, এমন ভিডিও দর্শক বেশি পছন্দ করে।
২. শর্ট ভিডিও : ভিডিও বেশি দীর্ঘ না করাই ভালো। ভিডিওটি ঝকঝকে হওয়া জরুরি। সেই সঙ্গে শব্দ প্রক্ষেপণ ভালো হতে হবে। আপনার চ্যানেলের ভিডিওর যদি আকর্ষণীয় এবং ছোট হয়, তাহলে সদস্যসংখ্যা দ্রুত বাড়বে।৩. নিয়মিত ভিডিও আপলোড : প্রতিটি কাজেই ধারাবাহিকতা থাকা জরুরি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম একটি ধাপ হলো নিয়মিত ভিডিও আপলোড করা। প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হবে।
৪. অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন : নিজের চ্যানেলটি সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রচার করুন। তাহলে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে। চ্যানেলের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিতে পারেন। তাহলে যারা আগ্রহী, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
৫. শিরোনাম হোক নজরকাড়া : আপনার ভিডিওর শিরোনাম দেখেই দর্শক ঠিক করবেন সেটা আদৌ তারা দেখবেন কি না। তাই ভিডিওর শিরোনাম সব সময়ে চটকদার এবং আকর্ষণীয় হতে হবে। এমন কিছু লিখতে হবে, যা দেখে দর্শকের আগ্রহ তৈরি হবে।