সম্প্রতি প্রাইভেসি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনকগনির এক গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ প্ল্যাটফরম ব্যবহারকারীর ডাটা সুরক্ষিত রাখার মানদন্ডে পিছিয়ে। সংস্থাটি ‘সোশ্যাল মিডিয়া প্রাইভেসি র্যাঙ্কিং ২০২৪’ প্রকাশ করেছে। এ গবেষণায় দেখা গেছে, ৮ দশমিক ৯ স্কোর নিয়ে সর্বনিম্ন প্রাইভেসি ঝুঁকিতে আছে রেডিট। ৯ দশমিক ৯৯ ও ১০ দশমিক ৪৯ স্কোর নিয়ে পরের দুটি অবস্থান দখল করেছে স্ন্যাপচ্যাট ও পিন্টারেস্ট। অন্যদিকে ১৮ দশমিক ৯৮ স্কোর নিয়ে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ফেসবুক। ঝুঁকি বিবেচনায় ১৬ দশমিক ৫১ ও ১৬ দশমিক ১৩ স্কোর পরের দুটি অবস্থানে মেসেঞ্জার ও লিংকডইন। গবেষণা বলছে, ব্যবহারকারীদের ডাটা সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এদিকে অ্যাকাউন্ট ডিলিট করার পরও দীর্ঘসময় ডাটা সংরক্ষণ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইউটিউব ও ডিসকর্ড। ফেসবুক জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন, ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট (সিসিপিএ) এবং এ ধরনের আইন লঙ্ঘন করেছে।