টানা ১০ ঘণ্টা পর রাঙামাটির সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। তিনি জানান, পাহাড় ধসের কারণে সড়কে গাছ ও মাটি পড়ে বন্ধ হয়ে যায় চলাচল। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগের যৌথ প্রচেষ্টায় সড়কটি পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে।
ইউএনও শিরিন আক্তার বলেন, “পাহাড় ধসের সময় গাছ উপড়ে পড়ে সড়কের ওপর। সেগুলো কাটতে সময় লেগেছে। নিরাপত্তার স্বার্থে পর্যটকদের ওই সময় সাজেক থেকে বের হতে দেওয়া হয়নি। পরে সড়ক সচল হলে তাঁদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত ভারি বৃষ্টি ও ঝড় হয় সাজেক এলাকায়। এতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে রাঙামাটি-বাঘাইহাট সড়কের নন্দরাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায়। গাছপালা ও মাটির স্তূপ পড়ে সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এতে খাগড়াছড়ি জেলার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর, বাঘাইহাট ও সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সাজেক ভ্যালিতে অবস্থান করা প্রায় ৪২৫ পর্যটক এসময় আটকে পড়েন। পরবর্তীতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের সদস্যরা সড়ক পরিষ্কারের কাজ করেন।
বিডি প্রতিদিন/আশিক