দুর্ঘটনা এড়িয়ে নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ ফোর লেন সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে ডিভাইডার। সেই সঙ্গে সৌন্দর্যবর্ধনের জন্য ডিভাইডারগুলোতে বিভিন্ন প্রজাতির ফুল-ফলের গাছ লাগিয়ে সজ্জিত করা হয়েছে। এমন মনোমুগ্ধকর নগর সড়ক খুব কম শহরেই আছে। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারীদের পারাপারের জন্য ডিভাইডারের মাঝে রাখা পকেট গেটগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। শুধু পথচারী নয়; মোটরসাইকেল, রিকশা ও সাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহন পারাপার হচ্ছে
সেই পথে। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। যত্রতত্র পারাপার নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। নগরীর তালাইমারী থেকে শুরু করে বর্ণালির মোড় হয়ে লক্ষ্মীপুর ও সিঅ্যান্ডবি সড়ক। নজরুল চত্বর এবং বন্ধ গেট থেকে শুরু করে কোর্ট পর্যন্ত এই সড়কে আছে ডিভাইডার। এই সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে রাখা হয়েছে পথচারী পারাপারের জন্য পকেট গেট। অসচেতন মোটরসাইকেলচালক, রিকশাচালক ও ছোট যানবাহন চালকরা সেই পকেট গেটগুলো ব্যবহার করছে রাস্তা পারাপারে। অথচ একটু ঘুরে আসলেই থাকে না দুর্ঘটনার ঝুঁকি। সময়কে বাঁচাতে গিয়ে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছেন অনেকেই। নগরীর বন্ধ গেট এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট গাড়ি ডিভাইডারের ওপর দিয়ে কখনো এ পারে আসে, আবার কখনো ওপারে পার হয়। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কিন্তু এগুলো দিয়ে পারাপার কিছুতেই বন্ধ হচ্ছে না। নগরবাসীর ভাষ্যমতে, রাস্তার ডিভাইডারগুলোর প্রশস্ততা কমিয়ে উঁচু করে দিলে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন পারাপার করতে পারবে না। তাহলে এই সমস্যা অনেকাংশে কমতে পারে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার জানান, বিষয়টি তাদের নজরেও এসেছে। এটি বন্ধের উপায় খুঁজছেন তারা।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ঝুঁকি বাড়াচ্ছে পকেট গেট
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর