দুর্ঘটনা এড়িয়ে নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ ফোর লেন সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে ডিভাইডার। সেই সঙ্গে সৌন্দর্যবর্ধনের জন্য ডিভাইডারগুলোতে বিভিন্ন প্রজাতির ফুল-ফলের গাছ লাগিয়ে সজ্জিত করা হয়েছে। এমন মনোমুগ্ধকর নগর সড়ক খুব কম শহরেই আছে। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারীদের পারাপারের জন্য ডিভাইডারের মাঝে রাখা পকেট গেটগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। শুধু পথচারী নয়; মোটরসাইকেল, রিকশা ও সাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহন পারাপার হচ্ছে
সেই পথে। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। যত্রতত্র পারাপার নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। নগরীর তালাইমারী থেকে শুরু করে বর্ণালির মোড় হয়ে লক্ষ্মীপুর ও সিঅ্যান্ডবি সড়ক। নজরুল চত্বর এবং বন্ধ গেট থেকে শুরু করে কোর্ট পর্যন্ত এই সড়কে আছে ডিভাইডার। এই সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে রাখা হয়েছে পথচারী পারাপারের জন্য পকেট গেট। অসচেতন মোটরসাইকেলচালক, রিকশাচালক ও ছোট যানবাহন চালকরা সেই পকেট গেটগুলো ব্যবহার করছে রাস্তা পারাপারে। অথচ একটু ঘুরে আসলেই থাকে না দুর্ঘটনার ঝুঁকি। সময়কে বাঁচাতে গিয়ে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছেন অনেকেই। নগরীর বন্ধ গেট এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট গাড়ি ডিভাইডারের ওপর দিয়ে কখনো এ পারে আসে, আবার কখনো ওপারে পার হয়। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কিন্তু এগুলো দিয়ে পারাপার কিছুতেই বন্ধ হচ্ছে না। নগরবাসীর ভাষ্যমতে, রাস্তার ডিভাইডারগুলোর প্রশস্ততা কমিয়ে উঁচু করে দিলে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন পারাপার করতে পারবে না। তাহলে এই সমস্যা অনেকাংশে কমতে পারে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার জানান, বিষয়টি তাদের নজরেও এসেছে। এটি বন্ধের উপায় খুঁজছেন তারা।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
ঝুঁকি বাড়াচ্ছে পকেট গেট
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর