কুমিল্লা সিটি করপোরেশনের বয়স ১০ বছর পেরোল। এই দীর্ঘ সময়েও যানজট ও জলাবদ্ধতার ভোগান্তি কাটেনি। রয়েছে অপরিকল্পিত ভবন নির্মাণ। আশার দিক হচ্ছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে মনে করেন সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তা-কর্মচারীরা। চেষ্টা চলছে করপোরেশনের প্রধান কার্যালয়ের সেবা তৃণমূলে ছড়িয়ে দেওয়ার। মেয়র মনিরুল হক সাক্কু বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সংকট নিরসনের চেষ্টা করছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম ২৭টি ওয়ার্ডই পরিদর্শন শেষ করেছেন। টানা এক মাস তিনি বিকাল ও সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার লাইটিং, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করেন। ওয়ার্ড ঘুরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দিকনিুন্ডের্দশনা দেন তিনি। নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার মতো। ওয়ার্ডের সমস্যা নিয়ে সুধীসমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করা যেতে পারে। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, নাগরিকরা সেবা কীভাবে আরও সহজে পেতে পারেন সে বিষয়ে কাউন্সিলরদের অফিসে গিয়ে মতবিনিময় করেছি। স্থানীয় বিভিন্ন সংকট চিহ্নিত করা হয়েছে। আমরা নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারব বলে আশা করছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বিভিন্ন সমস্যা রয়েছে সত্যি। আমরা সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সহযোগিতায় কুমিল্লা সিটির দেড় হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। সেটির অর্থ ছাড় ও কাজ শুরু হলে নাগরিক দুর্ভোগও কমে আসবে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ