কুমিল্লা সিটি করপোরেশনের বয়স ১০ বছর পেরোল। এই দীর্ঘ সময়েও যানজট ও জলাবদ্ধতার ভোগান্তি কাটেনি। রয়েছে অপরিকল্পিত ভবন নির্মাণ। আশার দিক হচ্ছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে মনে করেন সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তা-কর্মচারীরা। চেষ্টা চলছে করপোরেশনের প্রধান কার্যালয়ের সেবা তৃণমূলে ছড়িয়ে দেওয়ার। মেয়র মনিরুল হক সাক্কু বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সংকট নিরসনের চেষ্টা করছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম ২৭টি ওয়ার্ডই পরিদর্শন শেষ করেছেন। টানা এক মাস তিনি বিকাল ও সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার লাইটিং, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করেন। ওয়ার্ড ঘুরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দিকনিুন্ডের্দশনা দেন তিনি। নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার মতো। ওয়ার্ডের সমস্যা নিয়ে সুধীসমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করা যেতে পারে। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, নাগরিকরা সেবা কীভাবে আরও সহজে পেতে পারেন সে বিষয়ে কাউন্সিলরদের অফিসে গিয়ে মতবিনিময় করেছি। স্থানীয় বিভিন্ন সংকট চিহ্নিত করা হয়েছে। আমরা নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারব বলে আশা করছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বিভিন্ন সমস্যা রয়েছে সত্যি। আমরা সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সহযোগিতায় কুমিল্লা সিটির দেড় হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। সেটির অর্থ ছাড় ও কাজ শুরু হলে নাগরিক দুর্ভোগও কমে আসবে।
শিরোনাম
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭