কুমিল্লা সিটি করপোরেশনের বয়স ১০ বছর পেরোল। এই দীর্ঘ সময়েও যানজট ও জলাবদ্ধতার ভোগান্তি কাটেনি। রয়েছে অপরিকল্পিত ভবন নির্মাণ। আশার দিক হচ্ছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে মনে করেন সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তা-কর্মচারীরা। চেষ্টা চলছে করপোরেশনের প্রধান কার্যালয়ের সেবা তৃণমূলে ছড়িয়ে দেওয়ার। মেয়র মনিরুল হক সাক্কু বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সংকট নিরসনের চেষ্টা করছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম ২৭টি ওয়ার্ডই পরিদর্শন শেষ করেছেন। টানা এক মাস তিনি বিকাল ও সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার লাইটিং, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করেন। ওয়ার্ড ঘুরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দিকনিুন্ডের্দশনা দেন তিনি। নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার মতো। ওয়ার্ডের সমস্যা নিয়ে সুধীসমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করা যেতে পারে। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, নাগরিকরা সেবা কীভাবে আরও সহজে পেতে পারেন সে বিষয়ে কাউন্সিলরদের অফিসে গিয়ে মতবিনিময় করেছি। স্থানীয় বিভিন্ন সংকট চিহ্নিত করা হয়েছে। আমরা নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারব বলে আশা করছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বিভিন্ন সমস্যা রয়েছে সত্যি। আমরা সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সহযোগিতায় কুমিল্লা সিটির দেড় হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। সেটির অর্থ ছাড় ও কাজ শুরু হলে নাগরিক দুর্ভোগও কমে আসবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ