কুমিল্লা সিটি করপোরেশনের বয়স ১০ বছর পেরোল। এই দীর্ঘ সময়েও যানজট ও জলাবদ্ধতার ভোগান্তি কাটেনি। রয়েছে অপরিকল্পিত ভবন নির্মাণ। আশার দিক হচ্ছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে মনে করেন সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তা-কর্মচারীরা। চেষ্টা চলছে করপোরেশনের প্রধান কার্যালয়ের সেবা তৃণমূলে ছড়িয়ে দেওয়ার। মেয়র মনিরুল হক সাক্কু বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সংকট নিরসনের চেষ্টা করছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম ২৭টি ওয়ার্ডই পরিদর্শন শেষ করেছেন। টানা এক মাস তিনি বিকাল ও সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার লাইটিং, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করেন। ওয়ার্ড ঘুরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দিকনিুন্ডের্দশনা দেন তিনি। নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার মতো। ওয়ার্ডের সমস্যা নিয়ে সুধীসমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করা যেতে পারে। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, নাগরিকরা সেবা কীভাবে আরও সহজে পেতে পারেন সে বিষয়ে কাউন্সিলরদের অফিসে গিয়ে মতবিনিময় করেছি। স্থানীয় বিভিন্ন সংকট চিহ্নিত করা হয়েছে। আমরা নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারব বলে আশা করছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বিভিন্ন সমস্যা রয়েছে সত্যি। আমরা সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সহযোগিতায় কুমিল্লা সিটির দেড় হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। সেটির অর্থ ছাড় ও কাজ শুরু হলে নাগরিক দুর্ভোগও কমে আসবে।
শিরোনাম
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর
- রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের
- ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যাস্পদ হবেন : ফারুক
- চার দফা দাবিতে মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন
- এইচএসসিতে কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা
- আজ বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ
- নারীবান্ধব বিচারবিভাগ প্রতিষ্ঠায় কাঠামোগত প্রতিবন্ধকতা বিদ্যমান : প্রধান বিচারপতি
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা
- রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা