কুমিল্লা সিটি করপোরেশনের বয়স ১০ বছর পেরোল। এই দীর্ঘ সময়েও যানজট ও জলাবদ্ধতার ভোগান্তি কাটেনি। রয়েছে অপরিকল্পিত ভবন নির্মাণ। আশার দিক হচ্ছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে মনে করেন সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তা-কর্মচারীরা। চেষ্টা চলছে করপোরেশনের প্রধান কার্যালয়ের সেবা তৃণমূলে ছড়িয়ে দেওয়ার। মেয়র মনিরুল হক সাক্কু বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সংকট নিরসনের চেষ্টা করছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম ২৭টি ওয়ার্ডই পরিদর্শন শেষ করেছেন। টানা এক মাস তিনি বিকাল ও সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার লাইটিং, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করেন। ওয়ার্ড ঘুরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দিকনিুন্ডের্দশনা দেন তিনি। নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার মতো। ওয়ার্ডের সমস্যা নিয়ে সুধীসমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করা যেতে পারে। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, নাগরিকরা সেবা কীভাবে আরও সহজে পেতে পারেন সে বিষয়ে কাউন্সিলরদের অফিসে গিয়ে মতবিনিময় করেছি। স্থানীয় বিভিন্ন সংকট চিহ্নিত করা হয়েছে। আমরা নগরভবন থেকে প্রতিটি ওয়ার্ড অফিসকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারব বলে আশা করছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বিভিন্ন সমস্যা রয়েছে সত্যি। আমরা সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সহযোগিতায় কুমিল্লা সিটির দেড় হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। সেটির অর্থ ছাড় ও কাজ শুরু হলে নাগরিক দুর্ভোগও কমে আসবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা