রাজধানীতে খোলা আকাশের নিচে ফুটপাতে চলছে খাবার হোটেল। নীরবে খাবার খেয়ে অতিথিরা চলে যাচ্ছেন যে যার কাজে। এমন তিনটি হোটেল চলছে রাজধানীর কমলাপুর, বনানী কড়াইল বস্তি ও হাতিরঝিল এলাকায়। ৬০০ থেকে ৭০০ জন অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করা হয় সেখানে। কোনো টাকা-পয়সা ছাড়াই শুধু ভালো কাজের শর্তে দেওয়া হয় এই খাবার। উদ্যোক্তারা বলেন, বেশির ভাগ সময়ই দেখা যায়, ক্ষুধার যন্ত্রণা থেকেই মূলত খারাপ কাজগুলোর উৎপত্তি হয়। তাই অসহায় মানুষের ক্ষুধার যন্ত্রণা কমিয়ে, তাদের ভালো কাজে উদ্বুদ্ধ করাই ভালো কাজের হোটেলের প্রধান উদ্দেশ্য।
মানুষকে ভালো কাজে উৎসাহ জোগাতে রাজধানীর কিছু তরুণ এই ‘ভালো কাজের হোটেল’ খুলেছেন। অসহায় মানুষ যেখানে একটি ভালো কাজের কথা বলে একবেলা খাবার খেতে পারেন। এই অনন্য উদ্যোগের আয়োজক ‘ইয়ুথ ফর বাংলাদেশ’। সারা দেশে তাদের সাড়ে ৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবক এই কার্যক্রমের সঙ্গে জড়িত। এই সংগঠনের রয়েছে ‘ডেইলি টেন মেম্বারস’ কার্যক্রম। ২০০৯ সালে ১০ জন সদস্য নিয়ে শুরু হওয়া এই কার্যক্রমের সদস্যরা প্রতিদিন ১০ টাকা করে জমা রাখেন। তারা মাসে দেন ৩০০ টাকা করে। এমন ১৪০০ জন সদস্যের নিয়মিত চাঁদা এবং শুভাকাক্সক্ষীদের দানের টাকায় চলে ‘ভালো কাজের হোটেল’ এর খরচ।