মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

টার্মিনালে কমবে যানজট

নজরুল মৃধা, রংপুর

প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালটি উদ্বোধনের অপেক্ষায়। সব ধরনের যাত্রী সেবা নিশ্চিত করা হয়েছে এই টার্মিনালে। টার্মিনালটি উদ্বোধন হলে নগরীর কামার পাড়ার ঢাকা কোচ স্ট্যান্ডটি স্থানান্তর হয়ে এখান থেকে ঢাকাগামী বাস চলবে। কামার পাড়া বাস স্ট্যান্ড, কুড়িগ্রাম বাস স্ট্যান্ডসহ অন্যান্য বাস কেন্দ্রীয় টার্মিনালে স্থানান্তর হলে নগরীর যানজট অনেকটাই কমে যাবে। ১৯৮১ সালে রংপুর নগরীর আরকে রোড সংলগ্ন বিটিভি উপ-কেন্দ্রের পাশে ২ একর জমির ওপর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল করা হয়। এরপর সংস্কার ছাড়াই কেটে যায় ৩৭ বছর। দীর্ঘদিন পর জেলার কেন্দ্রীয় এ বাস টার্মিনালের দুরবস্থা নিরসনে উদ্যোগ নেয় রংপুর সিটি করপোরেশন। জাইকা ও সরকারি অর্থায়নে ২০১৮ সালে পুরাতন জরাজীর্ণ ভবন ভেঙে নতুন অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয় ২৫ কোটি ৮১ লাখ টাকা। বাস টার্মিনালের পাশে পুকুর থেকে আবর্জনা তুলে মাটি ভরাট করা হয়। বাস টার্মিনালের পুরাতন ভবন, টার্মিনাল এলাকায় থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে কিছু জায়গা অধিগ্রহণ করে বড় আয়তনের বাস টার্মিনালের রূপ দেয় সিটি করপোরেশন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর