মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

স্কুলের সামনে ফুলের বাগান

আফজাল, টঙ্গী

স্কুলের সামনে ফুলের বাগান

গাজীপুরে পরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দৃষ্টিনন্দন ফুলের বাগান করা হয়েছে। নানান জাতের ফুলের গন্ধে মন জুড়িয়ে যায় কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর। ফুলে ঘেরা মাঠের মাঝখানে শিক্ষার্থীরা খেলছে, কথা বলছে আবার মুঠোফোনে ছবি তুলতে গিয়ে মনে হয় হারিয়ে গেছে ফুলের বাগানে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন পুষ্পশোভিত নান্দনিক ক্যাম্পাস সবার নজর কেড়ে নেয়। এসব প্রতিষ্ঠানে পুষ্পশোভিত নান্দনিক ক্যাম্পাসের কারেণ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। টঙ্গী কলেজ গেট এলাকায় অবস্থিত টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। এই প্রতিষ্ঠানে ঢুকে বিদ্যালয়ের ক্লাসে কিংবা অফিস কক্ষে প্রবেশকালে হাতের বাম দিকে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন ফুলের বাগান। মাঠভর্তি সবুজ ঘাস এবং দক্ষিণ-পশ্চিম কোণে শিশুদের জন্য রয়েছে খেলার রাইডার এবং শহীদ মিনার। এই সুন্দর পরিবেশ এবং পড়াশোনার মান বৃদ্ধির কারণে দিন দিন অভিভাবক ও শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন বিদ্যালয়ে।

টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ ঘিরে বাহারি সব ফুলের সমারোহ। বিদ্যালয়ে ঢুকলেই চারপাশ ঘিরে বিভিন্ন ধরনের ফুলের গাছ। এসব ফুলের গাছ বাড়িয়ে তোলে শিক্ষার্থীদের আকর্ষণ। ক্লাস শেষে অনেক সময় গাছের পাশে দাঁড়িয়ে সুবাস নেন শিক্ষার্থীরা। একইভাবে টঙ্গী সরকারি কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, বোর্ডবাজার এলাকায় উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর বিভিন্ন এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন ফুলের বাগান রয়েছে। এই বাগানে রয়েছে গোলাপ, গাঁদা, জবা, ডালিয়া, রজনীগন্ধা, কাঁঠালচাপাসহ নানা ফুলের গাছ। বিদ্যালয়ের বাগান দেখে বাড়িতে ও ফুলগাছ রোপণের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে আকৃষ্ট করা এবং মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিত করতে বিদ্যালয়ের চারপাশে ফুলের গাছ লাগানো হয়েছে। এতে একটি পরিবেশ তৈরি হয়েছে। দৃষ্টিনন্দন ক্যাম্পাস নির্মাণের ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবাই খুশি। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া বলেন, শিক্ষাবান্ধব স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের বিদ্যালয়ের অবকাঠামো যেমন উন্নয়ন হয়েছে তেমনি পড়াশোনার মানও অনেক বেড়েছে।

সর্বশেষ খবর