শিরোনাম
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ইট-কংক্রিটের শহরে ‘মিনি বাংলাদেশ’

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

ইট-কংক্রিটের শহরে ‘মিনি বাংলাদেশ’

দেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। আরেক ঐতিহ্যবাহী মুসলিম স্থাপনা সোনা মসজিদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ঐতিহাসিক কান্তজিউর মন্দিরের অবস্থান দিনাজপুরে। এভাবে দেশের ইতিহাস-ঐতিহ্যের স্মারক স্থাপনাগুলোর অবস্থান নানা প্রান্তে। সবগুলো নিদর্শন সবার অবলোকন করার সুযোগ হয় না। তবে চট্টগ্রামে দেশের এসব ঐতিহ্যগুলোর নকশা-অবয়ব দিয়েই তৈরি করা হয়েছে স্বাধীনতা কমপ্লেক্স। বলা যায়, ইট-কংক্রিটের শহরে এটি একটি মিনি বাংলাদেশ। এখানে ঠায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক স্থাপনাগুলোর কাঠামো। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংলগ্ন প্রায় ১৬ দশমিক ৩৭ একর জায়গাজুড়ে স্বাধীনতা কমপ্লেক্সে এই মিনি বাংলাদেশের অবস্থান।

স্বাধীনতা কমপ্লেক্সের প্রধান নির্বাহী মো. হেলাল উদ্দিন বলেন, দেশের ঐতিহাসিক ও ঐতিহ্যময় স্থাপনাগুলো দিয়েই সাজানো হয়েছে কমপ্লেক্সটি। এখানে আছে দেশের জাতীয় অনেক স্মৃতি স্মারক, নিদর্শন। আছে চিরায়ত বাংলার নান্দনিক প্রাকৃতিক মনোরম দৃশ্য এবং বিস্তৃত স্বচ্ছ জলরাশির লেক। আছে লেকের স্বচ্ছ জলে কৃত্রিম ফোয়ারার অপূর্ব দৃষ্টিনন্দন জলকেলি। তাছাড়া, বিনোদনের জন্য আছে নানা ধরনের আধুনিক রাইড। এর মধ্যে আছে, কিডস প্লে জোন, পাইরেট শিপ, ভার্চুয়াল মুভি, বাম্পার কার, রোলার কোস্টার, ডল বোট, আরবি ট্রেন, ম্যাজিক সুইং, বেলুন হুইল, বেবি কেরোসল, বেবি রেসিং কার। বর্তমানে এটিকে আরও নয়নাভিরাম রূপ দেওয়া হয়েছে। আমরা দেশ মাতৃকার স্মারকগুলোকে গুরুত্ব দিয়েছি। যাতে নতুন প্রজন্ম এসব স্মারক একসঙ্গে দেখে দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনার আদলে তৈরি স্বাধীনতা কমপ্লেক্সে আছে জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, সোনা মসজিদ, আহসান মঞ্জিল, কার্জন হল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, কান্তজিউর মন্দির, বড় কুঠি, ছোট কুঠি, দরবার হল, সেন্ট নিকোলাস চার্চ, হাই কোর্ট, পাহাড়পুর বিহার, চিরন্তন পল্লীসহ উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এ ছাড়া চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা এবং বিভিন্ন জেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়েছে।  এখানকার অন্যতম আকর্ষণ মহান মুক্তিযুদ্ধের সাল ১৯৭১ কে স্মরণে নির্মিত ৭১ মিটার উচ্চতার (২৪ তলা সমান) বাংলাদেশের একমাত্র রিভলভিং রেস্টুরেন্ট। আছে ওয়াচ টাওয়ার ও এমিউজমেন্ট রাইড, প্যাডেল বোট, ফ্যামিলি কোস্টার, বেবি ক্যাসেল, বেলুন হুইল, মিউজিক সুইং, বাম্পার কার ও আরবি ট্রেন ইত্যাদি।

সর্বশেষ খবর