ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গাজীপুর নগরবাসী। সিটি করপোরেশন কর্তৃক নগরীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার কারণে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ময়লার পচা পানি সড়কে উপচে উৎকট গন্ধে নাকাল নগরবাসী। সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটার সময় নিঃশ্বাস বন্ধ করে নাক চেপে হাঁটছে। গাজীপুরকে সিটি করপোরেশন হিসেবে রূপান্তরিত করা হলেও মহাসড়কের ওপর ময়লা দেখে মনে হয় ময়লার শহর গাজীপুর। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। আর এ ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গাজীপুর নগরবাসী। এর মধ্যে টঙ্গী বাজার, টঙ্গী বিসিক, টঙ্গী স্টেশনরোড চম্পাকলি সিনেমা হলের বিপরীত পাশে, বরবাড়ী, বোর্ডবাজার, মালেকের বাড়ি, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সড়কে ময়লা ফেরার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কজুড়ে ময়লা ফেলার কারণে পচা পানি সড়কে জমে সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, ওয়ার্ডের ময়লা টঙ্গী কালীগঞ্জ সড়কে ফেলার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া সড়ক দিয়ে হাঁটার সময় নাক চেপে হাঁটতে হচ্ছে।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা আরিফ হোসেন বলেন, টঙ্গী কালীগঞ্জ সড়কে সন্ধ্যার পর ময়লা ফেলা হয়, পরে রাতেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না থাকায় সড়কের ওপর ময়লা ফেলা হচ্ছে। আশা করি, এ সমস্যার সমাধান হবে। এ ব্যাপারে গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ বলেন, সড়কে ময়লা আবর্জনা পরিষ্কার রাখতে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তারা কাজ করছে। শহরকে ময়লা আবর্জনামুক্ত রাখতে ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন স্থাপনের কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে আশা করি এই সমস্যা থাকবে না।