রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মাদকদ্রব্যেও ভেজাল

মাদকদ্রব্যেও ভেজাল

ভেজালের বিষ মেশানো হচ্ছে মাদকদ্রব্যেও। বিয়ারসহ বিভিন্ন দেশি-বিদেশি মদে ব্যাপকভাবে ভেজালের সন্ধান পাওয়া গেছে। বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ, বিয়ার থেকে শুরু করে দেশীয় চোলাইমদ পর্যন্ত সর্বত্রই ভেজালের ছড়াছড়ি। মাত্রাতিরিক্ত অ্যালকোহল আর রেকটিফাইড স্প্রিট দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন মাদক। কেরু উৎপাদিত বাংলা মদের সঙ্গে ফরেন লিকার মিশিয়ে মাদক বিক্রেতারা নকল বিলেতি মদ তৈরি করছে। সেগুলো বিয়ার ক্যান বা ব্র্যান্ডের মদের বোতলে ভরে দেদার বাজারজাত চলছে। রেকটিফাইড স্প্রিট, ইথানল, মিথানলসহ উচ্চমাত্রার অ্যালকোহল মিশ্রিত করে রাজধানীসহ আনাচে-কানাচে প্রস্তুত হচ্ছে নানা নামের বিভিন্ন স্টাইলের মাদক। বিভিন্ন পানীয়, বিয়ার ও দেশি-বিদেশি মদের বোতলের লেভেলে ঘোষিত অ্যালকোহল মাত্রার চেয়ে কয়েকগুণ বেশি ব্যবহার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মাদক-বিয়ার ব্যবসায়ীরা। দেশীয় চোলাইমদ মিশিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতলে ভরে উচ্চমূল্যে বিক্রি করা হয়। অন্যদিকে দেশীয় চোলাইমদের সঙ্গে অতিমাত্রায় অ্যালকোহল মিশিয়েও তৈরি হচ্ছে তীব্রতাযুক্ত 'শক্তিশালী মাদক।' যেগুলো সেবন করে ডাকসাইটে মাদকসেবীরাও সম্বিত হারিয়ে ফেলেন, এমনকি অনেক ক্ষেত্রে মৃত্যুর কোলেও ঢলে পড়ছে মাদকসেবীরা। বিভিন্ন ড্রিংকসের সঙ্গেও অ্যালকোহল ও অতিমাত্রায় রেকটিফাইড স্প্রিট মিশিয়ে বিয়ার হিসেবে বাজারজাতও চলছে অবাধে।

 

 

সর্বশেষ খবর