বিএনপি চেয়ারপারসন ও ১৮-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগরি এ উইলকক। গতকাল রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনসহ সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়।
তারেক রহমানকে ফাঁসাতেই দুদকের আপিল : নির্দোষ হওয়া মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে ফাঁসাতেই দুর্নীতি দমন কমিশন (দুদক) উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবার আপিল করেছে বলে অভিযোগ বিএনপির। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, দুদক রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে। যেখানে নিম্ন আদালত তারেক রহমানকে নির্দোষ হিসেবে রায় দিয়েছেন, সেখানে দুদক উচ্চ আদালতে আপিল করেছে। দুদকের এ আপিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, যুবদলের সহসভাপতি মোরতাজুল করীম বাদরু প্রমুখ। তিনি বলেন, দেশে কোনো বিরোধী দল নেই। কার্যত সরকার অবৈধ পন্থায় বিরোধী দল সৃষ্টির পাঁয়তারা করছে। আর যাদের বিরোধী দল বলা হচ্ছে তারা মূলত নির্বাচনেই অংশগ্রহণ করেননি।
দশম জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, সেই মন্ত্রিপরিষদ অবৈধ। দেশের জনগণ নতুন এ মন্ত্রিপরিষদের বৈধতা দেয়নি।
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে তার খেসারত তাদের পাঁচ বছর ধরে দিতে হবে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার এ বক্তব্য প্রমাণ করে তিনি অনির্বাচিত, আর অনির্বাচিত সংদের নিয়েই চলতে চান। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যে নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি সেই নির্বাচনে গঠিত সরকার আর যাই হোক তা কোনোক্রমেই জনগণের সরকার হতে পারে না। এটি প্রধানমন্ত্রী প্রকাশ্যে না বললেও এ সত্য নিশ্চয়ই উপলব্ধি করেন। বরং শাসক দলকেই এ জন্য ভবিষ্যতে রাজনৈতিকভাবে খেসারত দিতে হবে।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
খালেদার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর