পুরোপুরি প্রস্তুত টঙ্গীর ইজতেমা ময়দান। তুরাগ নদের তীরে আগামী ২৪ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন-৪৯তম বিশ্ব ইজতেমা। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় মহাসম্মেলন ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এরপর চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় এবং এবারের শেষ আয়োজন। এবারও আগত মুসলি্লরা জেলাওয়ারি নির্দিষ্ট ৩২ খিত্তায় অবস্থান করবেন। প্রতি বছরের মতো এবারও উর্দু ও হিন্দি ভাষায় বয়ান করবেন আলেমরা। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে বাংলা ও আরবি ভাষায় তরজমা করা হবে। ১৬০ একর জমির ওপর বিস্তৃত ময়দানের উত্তর-পশ্চিমে তৈরি করা হয়েছে বয়ান মঞ্চ। পশ্চিম প্রান্তে তৈরি করা হয়েছে বিদেশি মেহমানদের থাকার ঘর। আগত মুসলি্লদের নদী পারাপারে সেনাবাহিনীর সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৮টি ভাসমান অস্থায়ী ব্রিজ স্থাপনের কাজ শেষ করেছেন।
নিরাপত্তার চাদরে ময়দান : এবার তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে পুরো ইজতেমা ময়দান। গাজীপুর জেলার পুলিশ সুপার আবদুল বাতেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় ৫টি সেক্টরে বিভক্ত হয়ে ১২ হাজার পুলিশ ও র্যাব সদস্য পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তার কাজ করবে। এ ছাড়া পুলিশ ও র্যাবের অর্ধশত সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মাঠের সার্বিক নিরাপত্তা মনিটরিং করা হবে। পাশাপাশি বাইনোকুলার, মেটাল ডিটেক্টর, কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠের বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশের ১৪টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবারও ইজতেমা মাঠের গুরুত্বপূর্ণ স্থানে থাকছে সিসি টিভি, ওয়াচ টাওয়ার, নৌটহল, চেকপোস্ট ও বোম্ব স্কোয়াড। দুই পর্বের ইজতেমার ৬ দিন র্যাবের হেলিকপ্টারও টহল দেবে। খিত্তায় খিত্তায় সাদা পোশাকে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা অবস্থান করবে। থাকবে র্যাবের পেট্রোল ডিউটি। কন্ট্রোল রুম থেকে সিসি টিভির মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনীয় সরঞ্জামসহ ফায়ার সার্ভিসের একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে।
পানি, বিদ্যুৎ ও যাতায়াতের ব্যবস্থা : ইজতেমার মুসলি্লদের অজু ও গোসলের হাউস এবং টয়লেটসহ প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এ ছাড়াও নতুন তিনটিসহ ৫টি বহুতল পাকা দালানে প্রায় ৪ হাজার টয়লেট নির্মাণ করা রয়েছে। ইজতেমা এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরা, টঙ্গী সুপার গ্রিড ও টঙ্গী নিউ গ্রিডকে মূল কেন্দ্র থেকে ১৩২ কেভি বিদ্যুৎ সোর্স হিসেবে ব্যবস্থা রাখা হয়েছে। কোনো একটি গ্রিড অকেজো হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বিঘি্নত হবে না। এ ছাড়া ইজতেমার চারপাশে ৪টি স্ট্যান্ডবাই জেনারেটর এবং ৫টি ট্রলি-মাউন্টেড ট্রান্সফরমারও রাখা হবে। ইজতেমা ময়দানে আগত মুসলি্লদের সুবিধার্থে আগামীকাল থেকে ঢাকামুখী সব আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে থামবে। এ ছাড়া আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। আখেরি মোনাজাতের দিন বিশেষ ব্যবস্থায় ২১টি ট্রেন চলবে। মুসলি্লদের বিনামূল্যে চিকিৎসা দিতে মন্নু গেট, এটলাস গেট, বাটা কারাখানার গেট ও টঙ্গী হাসপাতাল মাঠসহ ৬টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবার হৃদরোগ, অ্যাজমা, ট্রমা, বার্ন, চক্ষু এবং ওআরটি কর্নারসহ বিভিন্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকরা ২৪ ঘণ্টা চিকিৎসা দেবেন। রোগীদের হাসপাতালে নিতে সার্বক্ষণিক ১৪টি অ্যামু্বলেন্স থাকবে।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর