ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপ ক্রিকেটের পর্দা নামছে আজ। তবে ১৬ মার্চ থেকেই আবার ক্রিকেটপ্রেমীদের ব্যস্ততা বেড়ে যাবে। এদিন থেকেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপের আসর। এশিয়া কাপ আয়োজন বাংলাদেশে নতুন নয়। ১৯৮৮, ২০০০, ২০১২ সালে তিনবার বসেছিল বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এ আসর। ১৯৮৮ সালে ফাইনালে খেলার পর ঢাকায় আয়োজিত এশিয়া কাপে ভারত সুবিধা করতে পারছে না। ২০০০ সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। শেষবার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। আজ আবার শিরোপা লড়াইয়ে শ্রীলঙ্কা-পাকিস্তান মুখোমুখি। মজার ব্যাপার হলো এশিয়া কাপ ইতিহাসে পাকিস্তানের দুবার শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে। আর তা ঢাকা থেকেই। সেক্ষেত্রে পাকিস্তানের কাছে ঢাকা লাকি ভেন্যু হতেই পারে। তাহলে কি আজও একই পুনরাবৃত্তি ঘটবে। ক্রিকেট এমন এক খেলা শেষ বল পর্যন্ত কিছুই বলা যায় না। এখানে কে যে জিতবে বা হারবে বলা মুশকিল। তবে পারফরম্যান্সের বিচারে আজকের ফাইনালে শ্রীলঙ্কাকে ফেবারিট বললেও ভুল হবে না। প্রতিটি ম্যাচ জিতেই ম্যাথুসরা ফাইনালে জায়গা করে নিয়েছেন। আসরের প্রথম ম্যাচেই তারা পাকিস্তানকে ধরাশায়ী করে। অন্যদিকে পাকিস্তান তিন ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। যাক প্রথম ম্যাচে হার মানলেও আজও যে পাকিস্তান হারবে তা ভাবাটা ঠিক হবে না। অন্যদিকে ঢাকায় আগের দুবার না পারলেও আজও শ্রীলঙ্কা শিরোপা পাবে না- তা বলাটা বোকামি। কে যে হাসবে বা কাঁদবে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত বলা মুশকিল।