বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

প্রথম নারী উপাচার্য

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী উপাচার্য নিয়োগ দেওয়া হয়। ২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রতিষ্ঠানটির ১৮তম উপাচার্য হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন। তবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক আনোয়ারা বেগম।

প্রথম নারী প্রধান প্রকৌশলী

বাংলাদেশের কোনো সরকারি সংস্থা/অধিদফতরে প্রথম কোনো নারী প্রধান প্রকৌশলী হিসেবে ৩০ জুন দায়িত্ব গ্রহণ করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী (পূর্ত) বেগম খালেদা আহসান।

 

 

সর্বশেষ খবর