মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রার্থনা

হাবীবুল্লাহ সিরাজী

আমার রজনী, নিদ্রা!

বেঘোরে যে বর্ণবিভা ছোটে

তৈরি করা আর হ’য়ে ওঠার অন্তরে

যে হেমন্ত অনায়াসে ঢুকে পড়ে

কাঁটায় যে অভিমান রক্তবিন্দু দেখে

পরাজিত পদ্মে ঝরে যতো স্বেদবিন্দু

তারই আশ্রয় হে আমার শোকমালা

দীর্ঘরজনী আমার

নিদ্রা!

 

আমার দিবস, জাগরণ!

নির্মাণের তল্লাশে যতো নক্ষত্র

যেই মূল বৃক্ষ তার স্বভাবের ফল

বাহানায় যে শীত ঠেলে আগমন

লেজের দহন আর বানরের লীলা

বিজয়ের প্রান্তে নিষ্ঠ স্রোতের আনন্দ

পাতে প’ড়ে  কালোজাম হও

হেই দিনবন্ধু

জাগরণ অমলিন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর