সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাজপাখি জানাবে কে হবে চ্যাম্পিয়ন

রকমারি ডেস্ক

বাজপাখি জানাবে কে হবে চ্যাম্পিয়ন

অক্টোপাস পলের কথা মনে আছে? ২০১০ বিশ্বকাপে নিখুঁত ভবিষ্যদ্বাণী করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল পল। বিশ্বকাপ এলেই এমন অদ্ভুত জ্যোতিষীর খোঁজ মেলে।  অক্টোপাস পলের পর সাড়া জাগিয়েছিল হাতি নেলি, উট শাহীন, বিড়াল অ্যাকিলিস। এবার কাতার বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করার জন্য বিশেষ ট্রেনিং  দেওয়া হয়েছে এক বাজপাখিকে...

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করে অক্টোপাস পল হইচই ফেলে দিয়েছিল। জার্মানির ওবেরহাউসেন সি লাইফ সেন্টারের আটপেয়ে এক সাধারণ অক্টোপাস ছিল পল। জ্যোতিষী বলেও পরিচিত ছিল পল দ্য অক্টোপাস। সাধারণত জার্মানির আন্তর্জাতিক ম্যাচের আগে অক্টোপাস পল ভবিষ্যদ্বাণী করত। পল রাতারাতি শিরোনামে উঠে আসে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময়। নিখুঁত ভবিষ্যদ্বাণী করে তাক লাগিয়ে দিয়েছিল জার্মানদের সেই অক্টোপাস। একটি অ্যাকুরিয়ামে দুটি দলের পতাকা রাখা হতো। এরপর পলকে ছেড়ে দেওয়া হতো অ্যাকুরিয়ামে। ফাইনালের আগে মাংসল পা দিয়ে স্পেনের পতাকাকে জড়িয়ে ধরেছিল পল। সেবার বিশ্বকাপ জিতে নিয়েছিলেন সের্গিও ব্যামোসরা। কাতার বিশ্বকাপে ভবিষ্যৎ বক্তা হিসেবে সুপার কম্পিউটারের দিকে ঝুঁকছে মানুষ। সুপার কম্পিউটার বলছে, কাতারে বিশ্বকাপের ফাইনাল হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে। ম্যাচের নির্ধারিত সময়ে হবে না মীমাংসা। পেনাল্টি শুট আউটে রোনাল্ডোকে কাঁদিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নেবেন লিওনেল মেসি। এর পাশাপাশি ভবিষ্যদ্বাণীর জন্য উঠে এসেছে এক বাজপাখি। কাতারে ভালোবাসার প্রতীক বাজপাখি। তেমনই এক বাজপাখিকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য। যার নাম নেওয়ার। বিশ্বকাপের বল গড়ানোর আগেই দোহার উত্তরে এক মরুভূমিতে বিজয়ী দলকে বেছে নিচ্ছে বাজপাখি নেওয়ার। তার বিজয়ী দল বেছে নেওয়ার পদ্ধতি আলাদা। খালি জায়গায় ড্রোনের সাহায্য দুই দেশের পতাকা উড়িয়ে দেওয়া হচ্ছে। পতাকার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে পায়রার মাংস। এরপর বাজপাখি নেওয়ার উড়ে গিয়ে ছোঁ মেরে নিচ্ছে একটি দেশের পতাকা।  নেওয়ার যে দেশের পতাকা নেবে, সেই দেশকেই ওই ম্যাচের জয়ী দল হিসেবে ভাবা হচ্ছে। সময় গড়ালেই বলা যাবে কাতার বিশ্বকাপে বাজপাখির ভবিষ্যদ্বাণী কতটা বাস্তবে মিলে।

 

সর্বশেষ খবর