বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয় ইয়াসিন শেখ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই মারা যায় ১৭ বছরের ইয়াসিন। তার দরিদ্র পরিবারের পক্ষে হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব ছিল না। এমনকি মৃত্যুর পর দাফনের জন্য লাশ গ্রামের বাড়িতে নিতে অ্যাম্বুলেন্স ব্যয়ও মেটাতে হয়েছে ধারকর্জ করে। ইয়াসিন শেখের বাড়ি খুলনার রূপসা উপজেলার রহিমনগর গ্রামে। তিন বোন, এক ভাইয়ের সংসারে ইয়াসিন সবার ছোট। তার বাবা মারা গেছেন ১৫ বছর আগে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে মা মনজিলা বেগম হতবিহ্বল হয়ে পড়েছেন। কীভাবে সংসার চলবে জানেন না তিনি। নিহত ইয়াসিনের রূপসা রহিমনগরের বাড়িতে গিয়ে দেখা যায়, জীর্ণশীর্ণ কুড়ে ঘরে তাদের বসবাস। মা মনজিলা বেগম ঢাকায় পরের বাড়িতে কাজ করেন। মনজিলা বেগম বলেন, অনেক চেষ্টা করে ছেলেরে মানুষ করেছি। আমি পরের বাড়িতে কাজ করছি। এখন আমার ছেলেটা আর নেই। এখন কী নিয়ে বেঁচে থাকব। দিনরাত কত কষ্ট করত। তার আয়ের টাকায় আমাদের ঘরবাড়া, সংসার চলত। এখন কীভাবে চলবে আমাদের। মনজিলা বেগম বলেন, ‘ছেলে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তাকে নিয়ে হাসপাতালে যাব এমন টাকাও ছিল না। গুলি লাগার পর কয়েকটা ছেলে যাত্রাবাড়ী মাতুয়াইলে ভাড়া বাসায় এসে ঘটনা জানায়। সংঘর্ষের মধ্যে ওইখানে কেউ যেতেও চাচ্ছিল না। পরে একজন রিকশাচালক অনেক অনুরোধের পর ইয়াসিনের কাছে নিয়ে যায়। তাকে মুগদা হাসপাতালে ভর্তি করি। টাকা নাই, কারে বলব, কী করব বুঝে উঠতে পারি নাই। পাঁচ দিন পর ইয়াসিন মারা যায়। লাশ গ্রামের বাড়িতে আনতেও অনেক কষ্ট করতে হইছে।’ তিনি বলেন, ‘আমার ছেলের কোনো দোষ ছিল না। সে কোনো দল করত না। কাজ করত, যা আয় হতো তাই দিয়ে সংসার চলত। আমাকে কাজ করে খাওয়ানোর মতো এখন কেউ আর নাই।’ ইয়াসিনের নানি মোমেনা বেগম জানান, ইয়াসিন ছোটবেলায় আমাদের কাছেই থাকত। অভাবের সংসারে লেখাপড়া করতে পারেনি। ওর মা ঢাকায় পরের বাড়িতে কাজ করে। ইয়াসিন মারা যাওয়ার পর লাশ নিয়ে গ্রামে আসবে সেই সাধ্যও ছিল না। আমরাই ধারকর্জ চাঁদা তুলে টাকা পাঠাই।
শিরোনাম
- শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ
- নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব
- নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
- আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
- নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
- মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
- হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন
- জাতীয় দিবসে ১৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়ন ও হালনাগাদকরণে মতামত আহ্বান
আমার ছেলেটা আর নাই, এখন কী নিয়ে বেঁচে থাকব
ইয়াসিনের লাশ গ্রামের বাড়িতে নিতে অ্যাম্বুলেন্স ব্যয়ও মেটাতে হয়েছে ধারকর্জ করে
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর