নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মসজিদে বেড়ে চলেছে মুসল্লির সংখ্যা। নতুন নামাজিদের ভিড়ে মসজিদগুলোতে এখন ঠাঁই নেই অবস্থা। শুক্রবারের জুমার জামাতে রাজধানীর প্রতিটি মসজিদ এবং সংলগ্ন রাস্তাঘাটজুড়ে মুসল্লিদের ভিড় লক্ষ করা গেছে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও এখন মসজিদমুখী। তাদের ঘনিষ্ঠ সমর্থক প্রচারকর্মীরাও এখন রুটিন বেঁধে ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করছেন। নামাজের আগে-পরে মসজিদের বাইরে নির্বাচন, প্রার্থী, এলাকার নানা বিষয় নিয়ে কথা বলছেন। মুসলিমপ্রধান দেশ হওয়ায় নিয়মিত জনসমাগমস্থল হচ্ছে মসজিদ। এ কারণে সহজেই ভোটারদের কাছাকাছি যাওয়ার উপায় হিসেবে প্রার্থীরাও এখন মসজিদমুখী। শুক্রবার জুমার নামাজ ছাড়াও দিনের পাঁচ ওয়াক্ত নামাজও তারা নির্বাচনী এলাকার মসজিদে আদায় করছেন। মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছেন, নামাজ শেষে কোলাকুলিও করছেন। নিয়মিত মুসল্লিদের অনেকে বলেছেন, ভোট এলেই প্রার্থীরা মসজিদমুখী হন। পাঞ্জাবি-টুপি পরা শুরু করেন। ধর্মপ্রাণ মানুষের মন জয় করতেই তাদের এ কৌশল। রাজধানীর বাইরে গ্রামাঞ্চলেও মুসলিম প্রার্থীরা জুমার নামাজের দিনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা মসজিদে যাচ্ছেন আগেভাগে। আশপাশের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছেন। নামাজের আগে ইমামের মাধ্যমে সবার দোয়া চাচ্ছেন। নামাজ শেষে এরা সবাই মসজিদের সামনে গণসংযোগও করেন। জুমার নামাজের সময় পাড়া-মহল্লার অধিকাংশ মানুষ ও মুরব্বিদের একসঙ্গে পাওয়া যায়। প্রার্থীরা এ সুযোগটা কাজে লাগাতে চান। যদিও আচরণবিধিতে ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জায় প্রচারণা চালানো নিষিদ্ধ।
শিরোনাম
- ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা এখন মসজিদমুখী
সাঈদুর রহমান রিমন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর