২৯ নভেম্বর, ২০২২ ১৩:৪৪

বিশ্বকাপ থেকে বহিষ্কৃত ক্যামেরুনের গোলরক্ষক

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ থেকে বহিষ্কৃত ক্যামেরুনের গোলরক্ষক

আন্দ্রে ওনানা

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ক্যামেরুন। যে ম্যাচে গোলরক্ষক ছিলেন আন্দ্রে ওনানা। এবার বিশ্বকাপের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হলো তাকে। বিষয়টি নিশ্চিত করেছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন।

জানা গেছে, সমস্যাটা তৈরি হয় ওনানার খেলার ধরন নিয়ে। তার ট্র্যাডিশনাল খেলার স্টাইল থেকে বের হয়ে আসার কথা বলেছিলেন কোচ। কিন্তু ম্যাচের বেশির ভাগ সময়ই দেখা যায় নিজস্ব স্টাইলে খেলেছেন তিনি। ম্যাচের শেষ দিকে তো নিজ দলের ডিফেন্ডারদের পেছনে ফেলে বল নিয়ে সামনেই এগিয়ে গেছেন তিনি। এমনকি সেই ম্যাচের গ্রাফেও দেখা যায়, ওনানা যে ৬১ বার বলে টাচ করেছেন, তার মধ্যে ২৬ বারই বল ছিল ডি বক্সের বাইরে। এতে ক্ষেপেছেন কোচ রিগোবার্ট সং। কথা না শোনায় দ্বিতীয় ম্যাচের আগেই ওনানাকে বিশ্বকাপের দল থেকে বহিষ্কৃত করা হয়।

ওনানাকে ছাড়া খেলতে নেমে ৩-৩ গোলে সার্বিয়ার সঙ্গে ড্র করেছে ক্যামেরুন। পরের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ক্যামেরুন।


বিডি প্রতিদিন/ফারজানা 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর