২ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৭

জয় নিয়েই মাঠ ছাড়তে চায় ব্রাজিল: তিতে

অনলাইন ডেস্ক

জয় নিয়েই মাঠ ছাড়তে চায় ব্রাজিল: তিতে

তিতে

কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হওয়ায় নির্ভার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্যামেরুনের বিপক্ষে এর আগে ৬টা ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে সিলেকাওরা। একবার জয় পেয়েছে ক্যামেরুন। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিলেন স্যামুয়েল ইতোরা। বিশ্বকাপে দুই দল দুবার মুখোমুখি হয়েছে। ১৯৯৪ সালে ব্রাজিল জয় পেয়েছে ২-০ গোলে। ২০১৪ সালে সিলেকাওরা ৪-১ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। 

ক্যামেরুন যে ভালো মানের দল এতে সম্মতি আছে ব্রাজিল কোচ তিতের। গতকাল সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে জয় নিয়ে মাঠ ছাড়ার। সেটা যেভাবেই হোক। খেলা প্রতিদিন একরকম হয় না। প্রতিপক্ষ বিবেচনায় রেখেই আমরা পরিকল্পনা সাজাই।’ 

ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার আগে কিছুটা নির্ভারই থাকছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সঙ। তিনি বলেন, ‘ব্রাজিল নিঃসন্দেহে ফেবারিট দল। তবে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই কাল (আজ)।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর