দলের নাজেহাল অবস্থায় ব্যাট করতে নেমেছিলেন ইংলিশ বোলার মার্ক উড। তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানের পরাজয়টা ছিল বেশ অনুমেয়। সুতরাং অনেকে হয়তো ভেঙেই পড়তেন, ছেড়ে দিতেন হাল।
১০০ রানে আট উইকেট হারানোর পর নয় নম্বরে ব্যাট করতে এসেছিলেন গাস অ্যাটিকসন। ডেভিড উইলিকে নিয়ে খানিকটা লড়াইয়ের চেষ্টা করেন তিনি। উইলি ফিরলে অ্যাটিকসন লড়াই শুরু করেন দশে নামা মার্ক উডকে নিয়ে।
৩২ বলে ৭০ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে ফেরেন অ্যাটিকসন। ২১ বলে ৩৫ রান করেছেন তিনি। আর সেই সময়টায় তাকে সঙ্গ দিয়ে রীতিমতো ঝড় তোলেন উড। ১৭ বলে ৪৩ রানের এক চকচকে ইনিংস খেলেন এই ইংলিশ সলিড বোলার। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ২৫৩-এর কাছাকাছি।দক্ষিণ আফ্রিকার কাছে ইংলিশদের ২২৯ রানরে বড় হারের ম্যাচে উডসের এই দুর্দান্ত ইনিংস যদিও ম্লান। তবুও ধ্বংসস্তুপে দাঁড়িয়ে করা তার এই লড়াই কুর্নিশ পাওয়ার দাবি রাখে।
বিডি প্রতিদিন/নাজমুল