গাজীপুরের কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার মৌচাক এলাকায় এক শিক্ষার্থীর হাতে নতুন বই কেনার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রফেসর শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া ইসলাম সিভার হাতে নগদ অর্থ তুলে দেন বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস।
শিক্ষা সহায়তা পেয়ে সুরাইয়া ইসলাম সিভা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি ভবিষ্যৎ জীবনের স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরে জানান, নিজেকে একজন সফল ব্যক্তিত্বে পরিণত করে মানবিক মানুষ হয়ে উঠতে চান। বসুন্ধরা শুভসংঘের মতো শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি জাতিকে পরিবর্তনের মূল হাতিয়ার শিক্ষা। তাই আমরা বরাবরই শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কালিয়াকৈর উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য শনকিম সরকার ও মো. নোবেল ইসলাম।