দুই সন্তানের জননী শায়রা বানুর স্বামী মারা যায় প্রায় চার বছর আগে। ছেলে বিয়ে করে আলাদা সংসার পেতেছেন। বর্তমানে একমাত্র মেয়েকে নিয়েই তিনি বসবাস করেন।
নানা রোগে আক্রান্ত শায়রা বানু কোনো কাজ করতে পারেন না। দুই সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী তার মেয়ে মোছা. শাপলা। একটি প্রসাধনীর দোকানে স্বল্প বেতনে চাকরি করে সে। তার একার আয়ে অসুস্থ মায়ের ওষুধ ও সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয়।
অভাব যেনো তাদের নিত্যদিনের সঙ্গী। অভাবের তাড়নায় মাঝেমধ্যেই অর্ধাহারে-অনাহারে দিন পার করতে হয় মা-মেয়েকে। শায়রা বানুর পরিবারের এই দুর্দশার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শহরের মালগ্রাম এলাকায় মোছা. শাপলার হাতে খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখা।
খাদ্যসামগ্রী উপহার পেয়ে শায়লা বানুর মেয়ে শাপলা বলেন, ‘প্রায় একমাস খাওয়ার চিন্তা আর করা লাগবি না। আমাগের মেলা উপকার হলো। আল্লাহ যেন বসুন্ধরার সগলিক ভালো করে।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহ-সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, স্থানীয় সমাজ কর্মী সোহাগ মন্ডল, সিহাব, আকিব, সিমান্ত, নাফিসসহ আরো অনেকে।
সমাজকর্মী সোহাগ মণ্ডল বলেন, ‘সমাজে অনেক ধনী আছে, কিন্তু তাদের দরিদ্রদের দিকে তাকানোর সময় নেই। আজ এই পরিবারকে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করল বসুন্ধরা শুভসংঘ।’