বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে রাজধানীর মিরপুরের বিভিন্ন রাস্তার মাঝে ফাঁকা জায়গায় ফলজ, বনজ বৃক্ষরোপন করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার সদস্য ওয়ালী খান ইউসুফযাই, সাদমান তাহসিন, নাজমুল হাসান মারুফ, রিফাহ নানজিবা আবিকা, স্বপ্না আক্তার, মাহিমা মাহবুবা প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘ সদস্যরা জানায়, বর্তমানে পৃথিবীতে পরিবেশের বিপর্যয় চলছে। এ বিপর্যয় থেকে রক্ষা পেতে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করা প্রয়োজন। সম্প্রতি সংগঠিত হওয়া ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে অনেক শিক্ষার্থীসহ সাধারণ জনগণ নিহত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের কারণে আজ আমরা নতুন বাংলাদেশে পেয়েছি। তাদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।
বিডি-প্রতিদিন/বাজিত