রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশি অস্ত্র উদ্ধার হয়েছে।
রবিবার হলের কর্মচারীসহ শিক্ষার্থী সন্দেহভাজন এ নেতার কক্ষে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন। এদিকে, চলমান সংকটে সকল হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
লতিফ হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সন্দেহভাজন আরও কক্ষে তল্লাশি চালানো হবে। তারপর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে।
জানা গেছে, এদিন সকালে লতিফ হল ছাত্রলীগের সহসভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা তাসকিফ আল তৌহিদের ২০৬ নম্বর কক্ষে তল্লাশি চালালে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রসিদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি পাওয়া যায়। এগুলো উদ্ধার করে প্রাধ্যক্ষের নিকট জমা দেন শিক্ষার্থীরা। এই নেতার বিরুদ্ধে পূর্বেও শিক্ষার্থী মারধর, সিট দখল, প্রাধ্যক্ষকে হুমকি সহ নানা অভিযোগ রয়েছে। হল থেকে বহিষ্কার হলেও শাখা ছাত্রলীগের নতুন কমিটির পর ফের হল নিয়ন্ত্রণের দায়িত্ব পান তিনি।
শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগ নেতা তৌহিদসহ অন্যরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নির্যাতন করত। অত্র দেখিয়ে ভয় দেখাত। অছাত্র হয়েও রাজনৈতিক ক্ষমতাবলে হলে থাকত।
এ ব্যাপারে মুঠোফোনে ছাত্রলীগ নেতা তৌহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শৃঙ্খলা ফেরাতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। উভয় পক্ষের সভা শেষে প্রাধ্যক্ষ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক যৌথ বিবৃতিতে বলেছেন, হলে কেবল আবাসিক শিক্ষার্থীরা থাকতে পারবে; অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়তে হবে; হলে কোনো ধরনের রাজনৈতিক ব্লক থাকবে না; নিয়ম বহির্ভূতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্টরা বাড়তি কোন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে না; হলে কেউ ক্ষমতা প্রদর্শন করে ব্যানার বা লিফলেট ইত্যাদি প্রদর্শন করতে পারতে পারবে না; হলে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড ও মিছিল, মিটিং, শো-ডাউন নিষিদ্ধ থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন