সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলিমুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. আলিমুল ইসলামকে চার বছর মেয়াদে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২১ আগস্ট পদত্যাগ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. জামাল উদ্দিন ভূঞা। তার পদত্যাগের পর এ পদ শূন্য হলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে উপাচার্যের দায়িত্ব পালন করেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/একেএ