চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্থানীয় একটি মুরগির খামারের পাশ্ববর্তী স্থান থেকে মো. দেলোয়ার (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার স্থানীয় চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের খন্ডলিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
রাঙ্গুনিয়া থানার এসআই উত্তম কুমার জানান, রবিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মো. আজিম নামের এক ব্যাক্তির মুরগির খামারের পাশ্ববর্তী স্থান থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়। ওই খামারে চুরি ঠেকাতে দেয়া চারপাশের বেড়ার মধ্যে বৈদ্যুতিক সংযোগ ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা ওই তারে জড়িয়ে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম