বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রাপ্তির সুযোগ মিলবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার নগররি শাহ আমানত ব্রিজ সংলগ্ন বিশ্বরোড রাজাখালী এলাকায় ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা সবাই জানি, আমাদের চট্টগ্রাম শহরে অনেক সমস্যার মধ্যে আমরা কাজ করছি। অতীতে অনেক মেগা প্রজেক্টের নামে দুর্নীতি হয়েছে। কিন্তু আমি মনে করি, দুর্নীতি দূর করে মানুষের মৌলিক অধিকার, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। শিক্ষার জন্য আজ আমাদের হাহাকার করতে হয়, স্বাস্থ্যের জন্য ধুঁকতে হয়। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সংগঠনগত কিছু কারণে মাঝেমধ্যে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে, তবে মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আছি, এবং থাকব।
যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনির সভাপতিত্বে ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক হাজী বেলাল হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ফরিদ, নাসির উদ্দিন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহবায়ক নুর হোসেন নুরু, কোতোয়ালি থানা সেচ্ছাসেবকদলের আহবায়ক এন মো. রিমন, বাকলিয়া থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. শামীম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল